Thursday 8 December 2022

শায়খ বদরপুরি রহ

 'তিনি' এ পৃথিবীতে সূর্যের মতো এলেন এবং উত্তর-পূর্ব ভারতের আকাশকে উজ্জ্বল করে চলেও গেলেন। ক্ষণজন্মা এ লৌহ মানব যাবার সময় পৃথিবীতে রেখে গেলেন তার পদচিহ্ন । রেখে গেলেন সাগর সেঁচা মানিকের মত অসংখ্য  বাণী । বলে গেলেন "#নেদায়ে_দ্বীন_আমার_গায়ের_চামড়া" । যুগশ্রেষ্ঠ এ মহান মনীষীর একটিমাত্র কথাতেই নেদায়ে দ্বীনের জনপ্রিয়তা আজ আকাশচুম্বী। যতোটুকু জানি জন্ম থেকে প্রকাশনার ক্ষেত্রে যার আজ অব্দি কোন ছেদ নেই । সংগ্রামী এ দ্বীনি পত্রিকাটি আজ সমগ্র উত্তর পূর্ব ভারতের মানুষের কাছে এক বিপ্লবের প্রতীক । যার প্রতিটি কপি শুধু পড়ার জন্য নয়, সংরক্ষণযোগ্যও । কাজেই যারা আজও নেদায়ে দ্বীনের  গ্রাহকের মর্যাদা অর্জন করতে পারেননি তারা যেন অতিসত্বর গ্রাহক হয়ে সিরিক ও বেদ'য়াতের বিরুদ্ধে নিরলস সংগ্রামে অংশীদারিত্ব অর্জন করেন। 

মুহাম্মদ নূরুল হক,

মুহতামিম, আলজামিয়া, রাতাবাড়ী ।

No comments:

Post a Comment