Monday 19 April 2021

রমজানের ফজিলত

রমযানে কেউ যদি একবার পড়ে "সুবহানাল্লাহ" তাহলে সে একটা ফরজের সমান সওয়াব পাবে। কেউ যদি একশত বার পড়ে "সুবহানাল্লাহ" তাহলে সে ১০০ টা ফরজের সমান সওয়াব পাবে। যদি কেউ "লা ইলাহা ইল্লাল্লাহ" ১ বার পড়ে, তাহলে একটা ফরজের সমান সওয়াব পাবে। কেউ যদি ১০ বার  পড়ে "লা ইলাহা ইল্লাল্লাহ" তাহলে সে দশটা ফরজের সমান সওয়াব পাবে। কেউ যদি ১ টাকা দান করে, সে একটা নফল কাজ করল। তাহলে সে একটা ফরজের সওয়াব পাবে। অনুরূপভাবে কেউ যদি একশত টাকা দান করে তাহলে সে ১০০ টা ফরজের সমান সওয়াব পাবে।যদি কেউ এক বার দুরুদ শরীফ পড়ে,তাহলে সে একটা নফল আমল করল।আর এক বার দুরুদ শরীফ পড়ার কারণে সে একটা ফরজের সমান সওয়াব পেয়ে যাবে। কেউ যদি দশবার দরুদ শরীফ পড়ে, তাহলে সে ১০টা ফরজ আদায় করার সওয়াব পেয়ে যাবে। কেননা :

  🌹রমযানে কেউ যদি ১টা ফরজ আমল করে তাহলে সে ৭০ টা ফরজের  সওয়াব পেয়ে যাবে।
- ইবনে খুযাইমাহ, বাইহাকী, সহীহ ইবনে হিব্বান।🌹
🌾সংগৃহীত এবং জনস্বার্থে প্রচারিত ।

No comments:

Post a Comment